সর্বশেষ
Home » ধর্ম » শোক » আহমেদ রুবেলকে শিল্পকলায় শেষ শ্রদ্ধা, গাজীপুরে দাফন

আহমেদ রুবেলকে শিল্পকলায় শেষ শ্রদ্ধা, গাজীপুরে দাফন

সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেছেন গুণী অভিনেতা আহমেদ রুবেল। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ারের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। গাড়িতে চড়ে ছবির নির্মাতা নুরুল আলম আতিকের সঙ্গে ভেন্যুতে আসেন আহমেদ রুবেল। কিন্তু গাড়ি থেকে নামতেই পড়ে যান মাটিতে।তাকে নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। কিন্তু ততক্ষণে তিনি আর নেই।
হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে মৃত্যু হয়েছে আহমেদ রুবেলের। হৃদরোগেই প্রাণ হারিয়েছেন এই গুণী শিল্পী।
আহমেদ রুবেলের চার বোন বেঁচে আছেন। এর মধ্যে দুজন রয়েছেন যুক্তরাষ্ট্রে। বাকি দুজন ছুটে এসেছেন হাসপাতালে। ছোট বোনের স্বামী, ড. জহিরুল হক বলেন, আমেরিকায় তার দুই বোন রয়েছেন। তাদেরকে খবরটি জানানো হয়েছে।
তবে এত দূর থেকে আসা সময়ের ব্যাপার। তাই তাদেরকে আসতে বারণ করা হয়েছে। আমরাই তার দাফন সম্পন্ন করবো। আগামীকাল (৮ ফেব্রুয়ারি) বাদ আসর গাজীপুরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার আগে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একেডেমী প্রাঙ্গনে জানানো হবে শেষ শ্রদ্ধা। এদিকে আহমেদ রুবেলের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে এসেছেন শোবিজ অঙ্গনের অনেক তারকা। এর মধ্যে রয়েছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, অভিনেত্রী রোকেয়া প্রাচী, জাকিয়া বারী মম, সুষমা সরকার, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সজলসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *