ব্যাট হাতে ঝড় তুললেন সাকিব আল হাসান। হাঁকালেন বিধ্বংসী ফিফটি। সাকিব ঝড়ে খুলনা টাইগার্সকে ২২০ রানের বড় টার্গেট দিলো রংপুর রাইডার্স। বোলিংয়ে বাকি কাজটা সারলেন ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকান লেগস্পিনারের ফাইফারে দেড়শ’ ছোঁয়ার আগেই গুটিয়ে যায় খুলনা। আর রংপুর পায় ৭৮ রানের বড় জয়।
আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব এবং শেখ মেহেদীর ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে রংপুর রাইডার্স। জবাবে ইমরান তাহিরের স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয় খুলনা টাইগার্স। অলআউট হয় ১৪১ রানে।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৪ রানে দুই উইকেট হারায় রংপুর রাইডার্স। দুই ওপেনার রনি তালুকদার ৫ এবং রেজা হেনড্রিকস ৪ রানে আউট হন। শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়েন সাকিল ও শেখ মেহেদী।
১২তম ওভারের দ্বিতীয় বলে সাকিব আউট হলে ভাঙে এই জুটি৷ সাজঘরে ফেরার আগে ৩১ বলে ছয়টি করে চার ও ছক্কায় ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেখ মেহেদী আউট হন ৬০ রানে। ৩৬ বলের ইনিংসটি ৬ চার ও ৪ ছক্কায় সাজান তিনি। জিমি নিশাম আউট হন ১৩ রানে। অধিনায়ক নুরুল হাসান সোহান ৩২ এবং ডুয়াইন প্রিটোরিয়াস ১৭ রানে অপরাজিত থাকেন। রংপুরের ইনিংসে তিনটি উইকেট নেন খুলনার লুক উড। একটি করে উইকেট পান নাসুম আহমেদ এবং নাহিদ রানা।
রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা টাইগার্স। খুলনার ইনিংসে সর্বোচ্চ ৬০ রান করেন অ্যালেক্স হেলস। ৩৩ বলের ইনিংসটি সাত চার এবং ৩ ছক্কায় সাজান তিনি। এছাড়া লুক উড ২০, নাসুম ১৭, হাবিবুর রহমান ১৩ এবং এভিন লুইস ১১ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অংকের কোঠা।
পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া ইমরান তাহির ৪ ওভারে ২৬ রান খরচ করেন। দুই উইকেট পান সাকিব আল হাসান।
৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে বিপিএল টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। দুইয়ে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্ট ১২। আর ৮ পয়েন্ট নিয়ে পাঁচে খুলনা টাইগার্স।