সর্বশেষ
Home » অন্যান্য » শবে বরাতের ছুটিতে বইমেলার সময় পরিবর্তন

শবে বরাতের ছুটিতে বইমেলার সময় পরিবর্তন

পবিত্র শবে বরাতের ছুটির দিনে আজ সোমবার অমর একুশে বইমেলা শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী, দুপুর ১২টায় শুরু হবে বইমেলা, চলবে রাত ৯টা পর্যন্ত।
বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে সোমবার বিষয়টি জানানো হয়।

বাংলা একাডেমি জানিয়েছে, অমর একুশে বইমেলার ২৬তম দিনে বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: আবুবকর সিদ্দিক এবং স্মরণ: আজিজুর রহমান আজিজ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

এতে প্রবন্ধ উপস্থাপন করবেন ফরিদ আহমদ দুলাল এবং কামরুল ইসলাম। আলোচনায় অংশ নেবেন মামুন মুস্তাফা, মো. মনজুরুর রহমান, তৌহিদুল ইসলাম ও আনিস মুহম্মদ। কবি আসাদ মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

উল্লেখ্য, বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায় ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *