বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ইউনিট ৭৫ পয়সা বেড়েছে। একই সঙ্গে কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের (কারখানার নিজস্ব উদ্যোগে নির্মিত বিদ্যুৎকেন্দ্র) গ্যাসের দামও প্রতি ইউনিটে ৭৫ পয়সা বাড়িয়েছে সরকার।
চলতি মাস থেকেই নতুন মূল্য কার্যকর হবে বলে আজ দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। যদিও প্রজ্ঞাপনটি ২৫ ফেব্রুয়ারি (রবিবার) স্বাক্ষরিত বলে উল্লেখ আছে।
বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহকৃত গ্যাসের দাম ১৪ টাকা থেকে ১৪ টাকা ৭৫ পয়সা এবং ক্যাপটিভ বিদ্যুতে গ্যাসের দাম ৩০ টাকা থেকে ৩০ টাকা ৭৫ পয়সা করা হয়েছে।
গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়বে। ফলে ভোক্তা পর্যায়ে দুই একদিনের মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশ আসতে পারে বলে জ্বালানি বিভাগ জানিয়েছে।
এবার বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৩০ পয়সা থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের বেশি দাম দিতে হবে। পহেলা মার্চ থেকেই বিদ্যুতের নতুন দর কার্যকর হবে বলে মঙ্গলবার দুপুরে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।