পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার পৃথক প্রজ্ঞাপন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য কার্যতালিকায় উঠেছে।
মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চের সম্পূরক কার্যতালিকার ২১১৩ নম্বর ক্রমিকে রয়েছে আবেদনটি।
এতে এদিন সকাল সাড়ে ১১টায় শুনানির সময় নির্ধারণ করা রয়েছে।
এর আগে এক অভিভাবকের করা এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে গত রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন।