সর্বশেষ
Home » অন্যান্য » বাড়ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিবের শূন্যপদে যোগ দিতে আগ্রহীদের তালিকা

বাড়ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিবের শূন্যপদে যোগ দিতে আগ্রহীদের তালিকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিবের শূন্যপদে যোগ দিতে আগ্রহীদের তালিকা বাড়ছে। কেউ কেউ অনেক আগে থেকেই এ পদে আসার চেষ্টা করছেন। যদিও এ বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ ও আস্থার ওপর নির্ভর করছে। দীর্ঘ ৮ বছরের বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পালন করা ইহসানুল করিম গত রোববার ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর থেকে প্রধানমন্ত্রীর পরবর্তী প্রেস সচিব নিয়ে আলোচনা শুরু হয়। তবে প্রেস সচিব পদে বসার তৎপরতা শুরু হয় বেশ আগে থেকেই। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই আগ্রহীরা সংশ্লিষ্ট মাধ্যমে যোগাযোগ শুরু করেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রেস সচিব পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই পদে যোগ দিতে অনেকেই নানাভাবে চেষ্টা করছেন। তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তিনি কাকে ওই পদে দায়িত্ব দেন তা নিয়ে অনেকের কৌতুহল রয়েছে।

কেউ কেউ সরাসরি প্রধানমন্ত্রীকে প্রেস সচিব পদে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। আবার কেউ অন্যদের দিয়ে নিজের নামটা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছেন। প্রেস সচিব পদে আগ্রহ দেখিয়েছেন বা আগ্রহ আছে এমন বেশ কয়েকজনের নাম জানা গেছে। এক্ষেত্রে আলোচনায় রয়েছেন ইউএনবি’র সম্পাদক ও এপি’র সাবেক ব্যুরো প্রধান ফরিদ হোসেন, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান সুভাষ চন্দ্র বাদল, টেলিভিশন চ্যানেল ডিবিসি’র সিইও মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর স্পিস রাইটার নজরুল ইসলাম।
এ ছাড়া প্রধানমন্ত্রীর সাবেক এক উপ-প্রেস সচিবও কিছুদিন ওই পদের জন্য আগ্রহ দেখিয়ে চেষ্টা করেছিলেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে সরাসরি না বলে দেয়া হয়েছে। এরপর তাকে এনিয়ে আর দৌড়ঝাঁপ করতে শোনা যায়নি। এর বাইরেও অপেক্ষাকৃত তরুণদের মধ্য থেকে কাউকে প্রেস সচিব করা হতে পারে এমন কথাও শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। তবে সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর নিশ্চয় একটি ভাবনা রয়েছে প্রেস সচিব পদ নিয়ে। গত কয়েক বছর ধরেই লক্ষ্য করা যায় যে, বিভিন্ন নিয়োগে তিনি চমক দেখান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগের ক্ষেত্রেও একটি চমক হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *