দ্বিতীয়ার্ধের শুরুতে লিওনেল মেসি মাঠে নামতেই গর্জে উঠল গ্যালারি। ইন্টার মায়ামির খেলার গতিও বদলে গেল। দারুণ এক গোল করে মেসি সমতায় ফেরালেন দলকে। একটু পরে সতীর্থকে দিয়ে করালেন আরেক গোলে। তবে এত দুর্দান্ত খেলার পরও দলকে জয় এনে দিতে পারেননি মেসি।
মেজর লীগ সকারের ম্যাচে আজ কলোরাডো র্যাপিডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি। মেসি ছাড়াও মায়ামির হয়ে গোল করেন ডেভিড রুইজ। এ ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে মায়ামি। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২।
প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে র্যাপিডস । এরপর ৫৭ মিনিটে গোল করে দলকে সমতাতেও ফেরান মেসি। ফ্রাঙ্কো নেগরির কাছ থেকে নিচু এক ক্রস পেয়ে শট নেন মেসি।
বল পোস্টে লেগে জালে জড়ায়, ইন্টার মায়ামি ফিরে আসে ম্যাচে। ৩ মিনিট পরই লিড পায় মায়ামি। এই গোলেও ছিল মেসির অবদান। তার তৈরি করা আক্রমণ থেকেই ডেভিড রুইজের পাসে গোল করেন লিওনার্দো আফোনসো। ম্যাচের শেষ মুহূর্তে কোল বাসেতের গোলে সমতা ফেরায় কলোরাডো। এই গোলেই মূলত জয়বঞ্চিত হয় মায়ামি।