মঙ্গলবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে। আজ সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আর সৌদিআরবের সাথে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জসহ ৪০ গ্রামেও পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন হাজীগঞ্জের সাদ্রা দরবার ও চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা।
এদিন সকালে সাদ্রা ঈদগাঁ মাঠে ঈদের জামায়াতের ইমামতি করেন, সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মাও. মুফতি জাকারিয়া আল মাদানী। এছাড়াও অন্যান্য মসজিদে ঈদের জামায়াতের মেঝো হুজুর মাও. আবু বকর মো. ইসমাইল, সেজো হুজুর মাও. আবুল খায়ের, আরিফুর রহমান সাদ্রাভীসহ সকল সাহেবজাদাগণ।
১৯২৮ সাল থেকে হাজীগঞ্জের রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক সৌদি আরবের সাথে মিল রেখে রোজা, পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আযহা পালন উদযাপন শুরু করেন। এরপর থেকে চাঁদপুরের ৪০ গ্রামের মানুষ রোজা ও আগাম ঈদ পালন করে আসছেন।