ইসরাইলে হামলা চালানোর পর ইরানজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যেকোন সময় ইসরাইল পাল্টা হামলা চালাতে পারে, এমন আশঙ্কায় এই সতর্কতা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
ইরান বলেছে দামেস্কে তাদের কন্সুলেটে হামলার জবাব দিয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী এবং তা সীমিত আকারে। রেভ্যুলেশনারী গার্ডস এ হামলার নাম দিয়েছে ‘ট্রু প্রমিজ’। সাংবাদিক ডরসা জব্বারি বলেন, ইরানের এমন সক্ষমতা আমরা আগে দেখিনি। এ হামলায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুড ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে।
ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে, ইসরাইলের সামরিক স্থাপনায় টার্গেটেড হামলা সফল হয়েছে। তবে, ইসরাইল বলছে ভিন্ন কথা। এখন দেখার পালা ইসরাইল কি জবাব দেয়। ইরানের রেভ্যুলেশনারী গার্ডসকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রাষ্ট্রীয় টিভিতে একজন কমান্ডার ঘোষণা দিয়েছেন- ইসরাইল থেকে যেকোন রকম হামলার কড়া জবাব দেবে ইরান।
এখন দেখা হবে ইসরাইলের জবাব কি হয়।