এবার থেকে আর সিনেমা হলে যেতে হবে না। বাড়িতে বসেই মিলবে সিনেমা হলের মতো ভরপুর বিনোদন। ৪টি নতুন Smart TV লঞ্চ করল Haier। জনপ্রিয় ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক Haier Appliances India, এবার ভারতের বাজারে নতুন স্মার্ট টিভি সিরিজ লঞ্চ করল। Haier S800QT QLED নামের লাইনআপ লঞ্চ করা হয়েছে যেখানে ৪৩ ইঞ্চি থেকে শুরু করে ৭৫ ইঞ্চি পর্যন্ত চারটি ভিন্ন স্ক্রিন সাইজের টিভি রয়েছে।
এই স্মার্ট টিভি রেঞ্জের মাধ্যমে ব্যবহারকারীরা ইমার্সিভ ভিউইং এক্সপেরিয়েন্স অর্থাৎ টিভি দেখার ক্ষেত্রে স্বর্গীয় অনুভূতি পাবেন বলে Haier-এর দাবি। কেননা এগুলিতে হাই কোয়ালিটির স্ক্রিন রয়েছে। হায়ার এস800কিউটি সিরিজের নতুন টিভি মডেলগুলিতে স্লিক মেটাল ডিজাইন দেখা যাবে। পারফরম্যান্সের জন্য এইসব টিভিতে মিলবে গুগল টিভি ওএস (Google TV OS)-বেসড্ সফ্টওয়্যার। হায়ার বিশেষ ডুয়াল লাইন গেট প্রযুক্তির সাথে 2 জিবি র্যাম ও 32 জিবি মেমরির বিকল্পও রেখেছে। টিভিগুলি হ্যান্ডস-ফ্রি ভয়েস কন্ট্রোল ফিচার বহন করবে, যাতে করে কেবলমাত্র ‘Okay Google’ কমান্ড দিয়েই এগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এছাড়া মিলবে মাইক্রো-ডিমিং প্রযুক্তি ও ডলবি ভিশন-অ্যাটমসের ফাংশনও। ভারতের বাজারে নতুন হায়ার এস800কিউটি কিউএলইডি সিরিজের দাম শুরু হচ্ছে 38,990 টাকা থেকে। টিভিগুলি অনলাইন শপিং প্ল্যাটফর্মের পাশাপাশি অফলাইন মার্কেট তথা রিটেইল স্টোরের মাধ্যমে কেনা যাবে।