শুক্রবার দেশের সবগুলো বিভাগে বৃষ্টি হতে পারে বলে জনিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্র অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া শনিবার ও রবিবারেও দেশের কয়েকটি বিভাগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে।