আগামী মাসের প্রথম দিনই যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এর আগে ইতিমধ্যে বেশিরভাগ দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তবে বাংলাদেশ এখনও বাকি রয়েছে। অবশেষে টাইগার সমর্থকদের অপেক্ষা শেষ হচ্ছে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আগামীকাল ঘোষণা করা হবে বিশ্বকাপের স্কোয়াড।
গতকাল শেষ হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষ ম্যাচে ৮ উইকেটে হারা নাজমুল হোসেন শান্তর দল সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। গতকাল সিরিজ শেষ হওয়ায় ধারণা করা হচ্ছিল আজ বিশ্বকাপের দল ঘোষণা হতে পারে। তবে শেষ পর্যন্ত আরও একদিন পিছিয়ে গেলো সেটা।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের একটি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১৬ই মে দেশ ছাড়বে বাংলাদেশ।
তার আগে ১৫ই মে সকালে কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর অধিনায়ক শান্ত আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন।