সর্বশেষ
Home » খেলা » ক্রিকেট » মিরাজের ফাইফার, ২৭৪ রানে শেষ পাকিস্তান

মিরাজের ফাইফার, ২৭৪ রানে শেষ পাকিস্তান

দারুণ বোলিংয়ে ফাইফার পেলেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হলো ২৭৪ রানে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। আজ ১৪ মাস পর টেস্টে ফেরা তাসকিন নেন ৩ উইকেট। এছাড়া নাহিদ রানা ও সাকিব আল হাসান নেন ১টি করে উইকেট।

মিরাজের ভেলকি চলছেই, অষ্টম উইকেট পতন পাকিস্তানের

দারুণ বোলিং করছেন মেহেদী হাসান মিরাজ। এবার তার চতুর্থ শিকার হয়ে ফিরলেন আলী। পাকিস্তান হারালো অষ্টম উইকেট।

তৃতীয় শিকার মিরাজের, ফিরলেন শেহজাদ

মেহেদী হাসান মিরাজকে উড়িয়ে মারতে গিয়েছিলেন পাকিস্তানি ব্যাটার খুররম শেহজাদ। কিন্তু শর্ট মিড অফে সেটা তালুবন্দি করেছেন সাকিব আল হাসান। মিরাজ ধরলেন তৃতীয় শিকার, পাকিস্তান হারালো সপ্তম উইকেট।

নাহিদের প্রথম শিকার রিজওয়ান

অনেকক্ষণ ধরেই ভালো বোলিং করছিলেন নাহিদ রানা। কিন্তু উইকেটের দেখা মিলছিলো না।

অবশেষে মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে প্রথম শিকার ধরলেন এই পেসার।
বাবরকে ফেরালেন সাকিব

টানা ১৪ ইনিংসে ফিফটি নেই বাবর আজমের, ১৫তম ইনিংসেও তাকে রান খরায় আটকে রাখেলন সাকিব আল হাসান। বলে ফ্লাইট দিয়ে ঝুলিয়ে ছেড়েছিলেন তিনি, বাবর পেছনে পায়ে খেলতে গিয়ে ফাঁদে ফেঁসেছেন। আর্ম বল বাবরের ব্যাটকে ফাঁকি দিয়ে বলটা আঘাত হানে প্যাডে। আউটের আবেদন করতেই আঙুল তুলেছেন আম্পায়ার। ফেরার আগে তিনি করেন ৭৭ বলে ৩১ রান। রিজওয়ানের নতুন সঙ্গী আগা সালমান।

শাকিলের স্টাম্প উপড়ে ফেললেন তাসকিন

শুরুতেই মেহেদী হাসান মিরাজ ক্যাচ ছাড়ায় বেঁচে যান সৌদ শাকিল। এরপর বেশ ছন্দে থেকেই বাবর আজমকে সঙ্গ দিচ্ছিলেন তিনি। দ্বিতীয় সেশনের ১৮তম ওভারে তাকে ফেরালেন তাসকিন আহমেদ। প্লেড অন হয়ে আউট হলেন এই বাঁহাতি ব্যাটার। এর আগে করেন ২৮ বলে ১৬ রান। ক্রিজে ২৮ রানে অপরাজিত বাবরের নতুন সঙ্গী মোহাম্মদ রিজওয়ান। ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৬৪ রান।

বিপজ্জনক হয়ে ওঠা দুই ব্যাটারকে ফেরালেন মিরাজ

ক্রিজে মানিয়ে নেয়া দুই ব্যাটসম্যানকে অল্প ব্যবধানে নাজঘরে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। লাঞ্চ থেকে ফিরে প্রথমে উইকেট খোয়ান শান মাসুদ। দলীয় ১০৭ রানে মিরাজের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন পাকিস্তান অধিনায়ক। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫৭ রান। দলীয় ১২২ রানে নিজের দ্বিতীয় শিকার ধরেন মিরাজ। সায়েম আইয়ুব আউট হন স্টাম্পিং হয়ে। ৫৮ রান আসে পাক ওপেনারের ব্যাট থেকে।

মধ্যাহ্ন বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ৯৯/১

ইনিংসের প্রথম ওভারেই উইকেট নেন তাসকিন আহমেদ। ওভারের শেষ বলে আবদুল্লাহ শফিককে সরাসরি বোল্ড করে দেন একাদশে শরীফুল ইসলামের জায়গায় সুযোগ পাওয়া এ পেসার। তবে এরপর দৃঢ়তা দেখায় পাকিস্তানিরা। আর কোনো উইকেট না হারিয়ে দলীয় ৯৯ রানে মধ্যাহ্ন বিরতিতে যায় পাকিস্তান। শান মাসুদ পূর্ণ করে অর্ধশতক। ৬২ বলে করেন ৫৩ রান। ওপেনার সায়েম আইয়ুব অপরাজিত থাকেন ৪৩ রানে।
রাওয়ালপিন্ডিতে শনিবার টস জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের প্রথম দিনের পুরোটাই বৃষ্টিতে পরিত্যাক্ত হয়। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয় দিয়ে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। রাওয়ালপিন্ডির একই মাঠে প্রথম টেস্টে বাংলাদেশ ১০ উইকেটে পরাজিত করে স্বাগতিক পাকিস্তানকে।

১৪ মাস পর ফিরেই প্রথম ওভারে উইকেট নিলেন তাসকিন

১৪ মাস পর টেস্টে ফিরেছেন তাসকিন আহমেদ। নতুন বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন তিনি। ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান না দেওয়া তাসকিন শেষ বলটি করলেন অফ স্টাম্পের একটু বাইরে ভালো লেন্থে। ইনসুইং করে তা আবদুল্লাহ শফিক ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে ঢুকে ভেঙে দিলো স্টাম্প। ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৫ রান।

পাকিস্তান একাদশ
সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, খুররম শেহজাদ, মির হামজা, আবরার আহমেদ ও মোহাম্মদ আলী।

বাংলাদেশ একাদশ
শরীফুল ইসলাম হালকা চোট পেয়েছেন। তার জায়গায় তাসকিনকে নিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে মাঠে নামছে বাংলাদেশ।

সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (সহ–অধিনায়ক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *