ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তিন চিকিৎসককে মারধরের ঘটনায় ‘কমপ্লিট শাটডাউন’ এর ঘোষণা দেয় চিকিৎসকরা। তবে হামলাকারীদের গ্রেপ্তার ও চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাসে জরুরি বিভাগ চালু হলেও এখনও বহির্বিভাগ সেবা বন্ধ রয়েছে।
সোমবার দুপুরে বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার কাজী আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় আজ সকাল থেকে বহির্বিভাগের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ রয়েছে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) আহসানুল হক দীপ্ত নামে এক শিক্ষার্থীর অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ঢামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারপিটের ঘটনা ঘটে। এরপর চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে গতকাল রোববার সারা দেশে চিকিৎসকরা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে। পরে চিকিৎসকদের ওপর হামলায় দায়ীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে চিকিৎসকরা
‘শাটডাউন’ স্থগিত করে।
ঢামেক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে হাসপাতাল পরিচালক ও সংশ্লিষ্ট চিকিৎসকদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন।