জেলা প্রতিনিধি- এনামুল হক রিটন: আজ ০৩/০৯/২০২৪ ইং ভোরের আলো ফুটতে না ফুটতে হোসেনপুর বজ্রপাত শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে্বিদ্যুৎ সংযোগ চলে যায়।দুর্বার গতিতে এগিয়ে আসছে নান্দাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী জলসিঁড়ি গাড়ী মাধখলা চৌরাস্তা টেটনা বাড়ি সংলগ্ন আসা মাত্রই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাঠাঁল গাছের সাথে ধাক্কা খেয়ে ধানের জমিতে উল্টে পড়ে যায়। ঘটে যায় মর্মান্তিক দুঘটনা এতে অনেক মানুষ আহত হয়েছে। আনুমানিক ৩০/৩৫ জন যাদেরকে ফায়ার সার্ভিস এর কর্মীরা উদ্ধার করে নিয়ে আসে হোসেনপুর হাসপাতালে ভর্তি করে ।তাহারা চিকিৎসাধীন আছে।প্রতি দিনই নান্দাইল হতে হোসেনপুর কুড়িঘাট কলেজের মোড়ে জমায়েত হয় লেবার এর কাজ করার জন্য। যাত্রীরা অধিকাংশ মানুষ হল দৈনিক শ্রমজীবি।