ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
বুধবার রাত সোয়া আটটার দিকে ঢামেক হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজখবর নিতে যান তিনি।
এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ সাংবাদিকদের বলেন, সচিবালয়ে জাতীয় কমিটির একটি মিটিং অনুষ্ঠিত হয়েছিল যেখানে বিভিন্ন তৎপরতার বিষয়ে মিট টার্ম ও লং টার্ম বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে আলোচনা করা হয়। আমাদের লক্ষ্য ছিল ডেঙ্গুতে যেন একটি মৃত্যুও না ঘটে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম,কক্সবাজার, খুলনা, যশোরসহ বিভিন্ন অঞ্চলে মৃত্যুর ঘটনা ঘটছে। এই কারণে আজকে আবার একটি জরুরি মিটিং করা হয়েছে। আজকের মিটিংয়ে,হাসপাতালগুলোর ডেঙ্গু-পরবর্তী চিকিৎসা সেবা এবং তাদের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা রোগীদের কাছ থেকেও এ হাসপাতালের সেবার ব্যাপারে সুনাম শুনেছি।
তিনি বলেন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডেঙ্গু রোগীদের চিকিৎসা করতে গিয়ে চিকিৎসকদের নানা জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। অনেক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হলেও অন্যান্য জটিলতা, যেমন টাইফয়েড বা কিডনি রোগও দেখা যাচ্ছে। ফলে চিকিৎসকদেরকে একই সঙ্গে ডেঙ্গু, টাইফয়েড ও কিডনি রোগের চিকিৎসা দিতে হচ্ছে,যা তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং আমরা মনে করি শুধু ডেঙ্গুর জন্য নয়,অন্যান্য রোগের জন্যও সমন্বিতভাবে কাজ করা জরুরি।
সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা আজকের বক্তব্যে উল্লেখ করেছেন,আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখতে হবে। সময়ে উপস্থিত ছিলেন হাসপাতালে অন্যান্য কর্মকর্তারা।