সর্বশেষ
Home » অন্যান্য » ট্রাকচাপায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত, আহত দুই সন্তান হাসপাতালে

ট্রাকচাপায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত, আহত দুই সন্তান হাসপাতালে

ময়মনসিংহে স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন এক সেনা সদস্য। দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেছেন তার স্ত্রীও। আহত হয়েছেন তাদের দুই শিশু সন্তান। তাদের সিএমএইচে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর শিকারিকান্দা জিগাতলা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত সৈনিক নাজমুল পারভেজ এবং তার স্ত্রী দিলরুবা জেবিন।

জানা যায়, বিকেলে আকুয়া জুবলি কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন পারভেজ। সন্ধ্যায় নগরীর শিকারিকান্দা জিগাতলা এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান নাজমুল। আহত হন তার স্ত্রী ও দুই সন্তান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দিলরুবা। আহত তাদের দুই শিশু সন্তান আহনাফ ও জান্নাতকে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।

কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *