ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ড যাওয়ার পথে কমপক্ষে আট অভিবাসীর মৃত্যু হয়েছে। পা-দু ক্যালে অঞ্চলে বোলোগনে সার-মার জলসীমায় শনিবার দিবাগত রাতে বিপদে পড়ে তাদেরকে বহনকারী বোট। ওই রাত একটার সময় উদ্ধারকর্মীদের সতর্ক করা হয়। তারা গিয়ে কয়েকজনকে উদ্ধার করেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, ইরিত্রিয়া, সুদান, সিরিয়া ও ইরান সহ বিভিন্ন দেশের প্রায় ৬০ জন অভিবাসী একটি রাবারের বোটে ছিলেন। এ বছর অভিবাসী বোঝাই একটি বোট ডুবে ৬টি শিশু ও অন্তঃসত্ত্বা এক নারীসহ কমপক্ষে ১২ জন অভিবাসীর মৃত্যু হয় দু’সপ্তাহেরও কম সময় আগে। তারাও ওই বোটে করে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন। ফরাসি কোস্ট গার্ড বলেছে, শনিবার দিবাগত রাতে দুর্ঘটনায় কবলিত আমব্লেটিউসে শহরের সমুদ্রসৈকতের দিকে যাচ্ছিল। কিন্তু সমুদ্রে থাকা উদ্ধারকর্মীরা তাদের সহায়তা করতে পারেননি। উত্তাল সাগরে বোটটি গিয়ে পাথরের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। তারপর সৈকতে ৫৩ জনকে জরুরি সেবা দিয়েছে উদ্ধারকর্মীরা। তারা নিশ্চিত করেছেন মারা গেছেন ৮ জন। সমুদ্রে উদ্ধার অভিযান চালিয়ে আর কাউকে পাওয়া যায়নি।