সময়ের হিসাবে ঠিক ২ মাস ২ দিন। ফিরলেন ২ গোল দিয়েই। এ যেন অঙ্কের খেলা। দুই মাসের বেশি সময় পর লিওনেল মেসির প্রত্যাবর্তনটা ছিল এমনই রাজকীয়। মাঠজুড়ে আলো ছড়িয়ে এবং দলকে জয় এনে দিয়ে ভাসলেন আনন্দে। অথচ ফ্লু’র শিকার হয়ে এ ম্যাচে মাঠে নামাই কিছুটা অনিশ্চিত ছিল মেসির। আজ ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ের মেসির ২ গোলের সঙ্গে আরেক গোল করেন লুইস সুয়ারেজ। সেই গোলেও ছিল মেসির অ্যাসিস্ট।
গত জুলাইয়ে কোপা আমেরিকা ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর মেসির চোট নিয়ে শুরু হয় নানা জল্পনাকল্পনা। মেসি কবে ফিরবেন কিংবা চোট কতটা গুরুতর, সেটা নিয়েও ছিল ধোঁয়াশা। এমনকি মেসির ফেরার তারিখ জানতেন না সতীর্থরাও। এর মধ্যে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও খেলা হয়নি তার। তবে রোববার সকালে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অবশেষে মাঠে ফিরলেন মেসি। আর্জেন্টাইন মহাতারকার খেলা দেখে অবশ্য মনেই হলো না এত দিন মেসি মাঠের বাইরে ছিলেন। নিজে করলেন জোড়া গোল এবং এক গোলে সহায়তা করলেন সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজকে।
দলকে জেতানোর পথে এদিন নতুন একটি রেকর্ডও গড়েছেন মেসি। এই ম্যাচের পর এমএলএসে ১৯ ম্যাচে মেসির গোল ১৫ এবং সহায়তাও ১৫টি। যা কিনা এমএলএস ইতিহাসে দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড।