বিসিবির প্রথম শ্রেণির আম্পায়ার শওকত আলি দিদার খুন হয়েছেন। গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোকবার্তায় বিসিবি জানায়, ‘প্রথম শ্রেণীর আম্পায়ার দিদারের মৃত্যুতে শোক জানাচ্ছে বিসিবি। শুক্রবার তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।’
এই আম্পায়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিসও। তিনি লিখেছেন, ‘প্রথম শ্রেণির আম্পায়ার শওকত আলী দিদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। ’
৪৩ বছর বয়সী দিদার দুই দশক ধরে বিসিবির বিভিন্ন প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেছিলেন। গোপালগঞ্জের বেদগ্রাম মোড়ে জেলা বিএনপির পথসভা শেষে স এম জিলানীর বাড়ি টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়ে হামলার ঘটনা ঘটে। এই হামলায় নিহত হন দিদার। এ সময় অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। পরিবার ও বিএনপি কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের হামলাতেই মারা গেছেন তিনি।