সর্বশেষ
Home » খেলা » ক্রিকেট » জয়সোয়ালের ফিফটি, ভয় ধরাচ্ছেন টাইগার শিবিরে

জয়সোয়ালের ফিফটি, ভয় ধরাচ্ছেন টাইগার শিবিরে

ভারতের অন্য ব্যাটাররা যেখানে অস্বস্তিতে সেখানে সকাল থেকেই দারুণ ছন্দে ওপেনার যশ্বসী জয়সোয়াল। এবার তুলে নিলেন ফিফটি, তার সাবলীল ব্যাটিং ভয় ধরাচ্ছে বাংলাদেশ শিবিরে। 

আবারও ত্রাতা সেই হাসান, ফেরালেন ঋষভ পন্তকে 

শুরুতে ৩ উইকেট নিয়ে ভারতের টপ অর্ডার গুড়িয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। মাঝের ওভারে অন্য কোনো বোলার আর উইকেট নিতে পারেননি। অবশ্য ঋষভ পন্ত দুবার জীবন পেয়েছেন। লাঞ্চের পর ফিরে নিজের দ্বিতীয় ওভারেই সেই পন্তকেই ফিরিয়ে ৬২ রানের জুটি ভাঙলেন হাসান। 

লাঞ্চে বাংলাদেশ ও ভারত, প্রথম সেশন কার? 

বাংলাদেশ-ভারত টেস্টের প্রথম সেশন শেষ হয়েছে। দুই দল এখন লাঞ্চে। সকালে শুরুটা দারুণ করে বাংলাদেশ। হাসান মাহমুদ একাই তুলে নেন ৩ উইকেট। যেখানে ছিল রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমন গিলের উইকেট। এরপর আরেক ওপেনার যশ্বসী জয়সোয়াল ও ঋষভ পন্ত মিলে ধাক্কা সামলান। ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৮ রান। 

সাকিবের পর ঋষভকে এবার জীবন দিলেন সাদমান 

কিছুক্ষণ আগেই তাসকিনের বলে পুল করেন ঋষভ পন্ত। বল হাতে না গেলেও কাছাকাছিই ছিল, সাকিব আল হাসান সেটা ধরার চেষ্টাই করেননি। এবার একই ব্যাটার একই বোলার, বল গেলো স্লিপে, সেটা ধরতে পারলেন না সাদমান ইসলাম অনিক। দ্রুত ৩ উইকেট হারানো ভারতকে এগিয়ে নিচ্ছেন ঋষভ ও জয়সোয়াল। এর মধ্যে ঋষভকে দুবার ফেরানোর সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ। 

এবার শিকার কোহলি, হাসানের ডানায় উড়ছে বাংলাদেশ 

সকাল থেকেই দারুণ ছন্দে হাসান মাহমুদ। তাকে খেলতেই পারছেন না ভারতীয় ব্যাটাররা। রোহিত শর্মা, শুভমন গিলের পর এবার বিরাট কোহলিও তার শিকার হয়ে ফিরলেন। 

অফ স্টাম্পের একটু বাইরে ড্রাইভে প্রলোভন দেখান হাসান, সেই ফাঁদেই পা দেন কোহলি। বল ব্যাটের কানায় লেগে জমা হয় উইকেটরক্ষক লিটন কুমার দাসের গ্লাভসে।

হাসানের জোড়া শিকারে দারুণ শুরু বাংলাদেশের 

রোহিতের পর শুভমন গিলকেও ফেরালেন হাসান। পায়ের পাশ দিয়ে বলটি বেরিয়ে যাচ্ছিল। গিল ব্যাটে খেলার চেষ্টা করেন। এরপর ব্যাটের কানা নিয়ে বল জমা পড়েছে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৮ বল খেলে ০ রানে ফিরলেন গিল

রোহিতকে ফেরালেন হাসান 

অফ স্টাম্পের বাইরে পিচ করে হালকা বেরিয়ে যাওয়া গুড লেংথ ডেলিভারি রোহিতের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় স্লিপে, তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। ১৯ বলে ৬ রান করে ফেরেন ভারত অধিনায়ক

‘আম্পায়ারস কলে’ রক্ষা পেলেন রোহিত 

হাসান মাহমুদের ডেলিভারি রোহিত শর্মার পায়ে আঘাত করতেই জোড়ালো আবেদন করলো পুরো দল। তবে তাতে সাড়া দিলেন না আম্পায়ার রড টকার। রিভিউ নিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা গেলো বল উইকেটে লাগলেও সেটা আম্পায়ারস কল। এ যাত্রায় বেঁচে গেলেন রোহিত। 

যে কারণে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ 

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। এই ম্যাচে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কন্ডিশন কাজে লাগাতে এবং উইকেটের ময়েশ্চারের ফায়দা তুলতেই আগে ফিল্ডিং নিয়েছেন বলে জানান তিনি। ১৯৮২ সালের পর এই প্রথম চেন্নাইয়ে কোনো দল টস জিতে আগে ফিল্ডিং করবে। 

পাকিস্তান সফরে সর্বশেষ টেস্টের মতো এই ম্যাচেও তিন পেসার ও দুজন স্পিন অলরাউন্ডার আছেন বাংলাদেশের আজকের একাদশে। আর ভারতের একাদশে খেলছেন তিন পেসার ও দুজন স্পিনার। 

বাংলাদেশ একাদশ- সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ। 

ভারত একাদশ- রোহিত শর্মা, যশ্বসী জয়সোয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বীন, জাসপ্রীত বুমরাহ, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ। 

স্বাগত! শুভ সকাল সবাইকে

আলোচিত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। চেন্নাইয়ের এই ম্যাচের মানবজমিন লাইভ আপডেটে আপনাদের সঙ্গে থাকছি আমি সৌরভ কুমার দাস। চেন্নাইয়ে আজকের দিনটা অন্য সব সাধারণ দিনের মতো নয়। পরিবেশ একটু ঠান্ডা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *