দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ভারত দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ৮৩ রান করে। এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়ার বাংলাদেশকে ১৪৯ রানে গুটিয়ে দেয় ভারত। স্বাগতিকদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৩০৮ রানে।
কোহলিকে ফেরালেন মিরাজ
আগের বলেই চার হজম করলেন, পরের বলেই বিরাট কোহলিকে তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। ২৩ রান করলেন কোহলি। লিড বেড়ে দাড়িয়েছে ২৯৪ রানে।
এবার জয়সোয়ালকে তুলে নিলেন রানা
নাহিদ রানার করা ফুলার লেংথের ডেলিভারিটি অফ স্টাম্পের বাইরে ছিল। বলটি হালকা চালে ড্রাইভ করতে গিয়ে উইকেটেকের পেছনে ক্যাচ দিলেন ভারতীয় ওপেনার যশ্বসী জয়সোয়াল। ২৮ রানে ২ উইকেট হারানো ভারতের লিড বেড়ে দাড়ালো ২৭৩ রানে।
রোহিতকে ফেরালেন তাসকিন
ফলো অন না করিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মাকে হারালো ভারত। দলটির লিড বেড়ে দাড়ালো ২৪২ রানে।
১৪৯ রানে শেষ বাংলাদেশ, ফলো অন করাবে ভারত?
ভারতের করা ৩৭৬ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে প্রয়োজন ছিল আরও ১৭ রান। ভারত বাংলাদেশকে ফলোঅন করাবে কিনা সেটাই এখন দেখার।
উইকেট ছুড়ে দিলেন সাকিব, ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ
রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন সাকিব আল হাসান। ৯২ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশ এখন ফলোঅনের শঙ্কায়।
লিটনের বিদায়ে ভাঙলো প্রতিরোধ
৪০ রানে ৫ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছিলেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। তবে বড় শট খেলতে গিয়ে এবার উইকেট ছুড়ে দিলেন লিটন। এতে ভাঙলো ৫২ রানের জুট।
৪০ রানে নেই ৫ উইকেট, বিপর্যয়ে বাংলাদেশ
ভারতের ৩৭৬ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৪০ রানেই ফিরে গেছেন ৫ ব্যাটার।
দলকে বিপদে রেখে ফিরলেন অধিনায়ক শান্ত
প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুকছে বাংলাদেশ। ৩৬ রানেই ৪ উইকেট নেই টাইগাররদের। সর্বশেষ দলকে বিপদে রেখে ফিরে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিপদে বাংলাদেশ
টানা ২ বলে ২ উইকেট হারালো টাইগাররা। ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল।
২২ রানেই দুই ওপেনারকে হারালো বাংলাদেশ
আকাশ দীপের বলটা বুঝতেই পারেননি জাকির হাসান, ভেঙে দিলো স্টাম্প। ২২ রানেই ২ ওপেনারকে হারালো টাইগাররা।
প্রথম ওভারেই সাদমানকে হারালো বাংলাদেশ
প্রথম ওভারেই উইকেট হারালো বাংলাদেশ। জাসপ্রীত বুমরহার শিকার হয়ে ফিরলেন সাদমান ইসলাম।
হাসানের ফাইফার, ৩৭৬ রানে অলআউট ভারত
টানা দ্বিতীয় ইনিংসে ফাইফার পেলেন হাসান মাহমুদ। এর আগে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন তিনি। আর আজ ভারতের বিপক্ষে ৮৩ রানে ৫ উইকেট। ভারত প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৭৬ রানে।
সকালে তাসকিনের তৃতীয় শিকার, ফিরলেন অশ্বিন
অফ স্টাম্পের উপরের ডেলিভারির উপর দিয়ে মারতে চেয়েছিলেন অশ্বিন। টাইমিং না হওয়ায় বল উঠে যায় উপরে, সেটা তালুবন্দি করেন শান্ত। ফেরার আগে ১১২ রান করেন অশ্বিন।
জাদেজার পর আকাশ দীপকে ফেরালেন তাসকিন
দ্বিতীয় দিনের তৃতীয় ওভারেই রবীন্দ্র জাদেজাকে ফিরিয়েছিলেন তাসকিন আহমেদ। এবার তার শিকার হয়ে ফিরলেন আকাশ দীপ। জাদেজা করেন ৮৬ আর আকাশের ব্যাট থেকে আসে ১৭ রান।
জাদেজাকে ফেরালেন তাসকিন
দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। আগের দিনের ৮৬ রানেই ফিরলেন এই বাঁহাতি ব্যাটার।
দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত, শুভ সকাল
৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করছে ভারত। গতকালের মতো আজও লাইভ আপডেটে থাকছি আমি সৌরভ কুমার দাস।