সর্বশেষ
Home » খেলা » ক্রিকেট » তামিমকে টপকে যে রেকর্ড গড়লেন মুশফিক

তামিমকে টপকে যে রেকর্ড গড়লেন মুশফিক

চেন্নাইয়ে বাংলাদেশকে ৫১৫ রানের বিশাল এক লক্ষ্য দিয়েছে ভারত। বড় লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার ব্যাটাররাও খুব একটা ভালো করতে পারেননি। তৃতীয় দিন শেষে ১৫৮ রান করলেও হারিয়েছে ৪ উইকেট। দুই ওপেনার ভালো শুরু পরও ইনিংস বড় করতে পারেননি, এরপর মমিনুল হকের মতোই ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও দারুণ এক মাইলফলক পেরিয়ে গেছেন মুশফিক।

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে মুশফিক করেছিলেন ৮ রান। তাতেই স্পর্শ করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে সতীর্থ তামিম ইকবালের ১৫ হাজার ১৯২ রানের মাইলফলক। আর আজ দ্বিতীয় ইনিংসে তিনি করেছেন ১৩ রান।

আজ দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলেই তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিক। যদিও এমন মাইলফলক গড়ার দিনে নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি, আউট হয়েছেন ১৩ রান করেই।

আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের রান এখন ১৫ হাজার ২০৫। আর তামিমের রান ১৫ হাজার ১৯২।

দেশের হয়ে ২৭১ ওয়ানডে ম্যাচ খেলে মুশফিক করেছেন ৭ হাজার ৭৯২ রান, ৯১ টেস্টে তাঁর রান ৫ হাজার ৯১৩ রান, আর ১০২ টি-টোয়েন্টিতে করেছেন ১ হাজার ৫০০ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *