সর্বশেষ
Home » বিনোদন » ঢালিউড » ‘প্রীতিলতা’র শুটিংয়ে ফিরছেন পরীমনি

‘প্রীতিলতা’র শুটিংয়ে ফিরছেন পরীমনি

বৃটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে শুরু হয় ‘প্রীতিলতা’- সিনেমার কাজ। যদিও মাঝখানে বন্ধ থাকে এর কাজ। এবার ফের শুরু হচ্ছে ‘প্রীতিলতা’র কাজ। সিনেমায় প্রীতিলতা চরিত্রে দেখা মিলবে চিত্রনায়িকা পরীমনির। এই সিনেমায় তার লুক সামনে এসেছিল ২০২১ সালে। ওই সময় শুটিংয়ের কাজে বেশ গতিও ছিল। কিন্তু এরমধ্যে পরীমনির মাতৃত্বকালীন বিরতির জন্য শুটিং বন্ধ রাখতে হয় পরিচালক রাশিদ পলাশকে। জানা গেছে, ছবির একটা অংশের শুটিং শেষ হয়েছে। বাকি রয়েছে কিছু অংশের শুটিং। পরিচালক জানান, কাজ শুরু করতে পরীমনির একটা প্রস্তুতির প্রয়োজন ছিল। এখন তিনি আগের অবস্থায় ফিরে এসেছেন। তাই আশা করছি ডিসেম্বরে শুটিং শুরু করতে পারবো। জানা গেছে,
ছবির বাকি কাজ হবে চট্টগ্রামের কয়েকটি লোকেশনে। ‘প্রীতিলতা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটি প্রযোজনা করেছে ইউফরসি। আরও অভিনয় করছেন- তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপাসহ অনেকে। চট্টগ্রামের স্থানীয় কয়েকজন শিল্পী এতে কাজ করবেন বলে জানিয়েছেন পলাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *