সর্বশেষ
Home » জাতীয় » ‘ছাত্র-জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি র‍্যাব’

‘ছাত্র-জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি র‍্যাব’

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর র‍্যাবের কোনো সদস্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। সাধারণ ছাত্র-জনতার যে আন্দোলন ছিল, সেটার সাথে আমরা ছিলাম, সেটার সাথে আমরা আছি।’

রোববার রাজধানীর কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘র‌্যাব একটি কম্পোজিট ফোর্স। এখানে প্রায় ৮টা বাহিনী থেকে আমাদের সদস্যরা আসেন। এরমধ্যে প্রায় ৪৪ শতাংশ আসেন পুলিশ থেকে। এখানে সবচেয়ে বড় অংশটাই পুলিশের। যেটা ৫০ শতাংশের কাছাকাছি। র‌্যাব কিন্তু ছোট একটা বাহিনী। আমরা প্রথম থেকে যেভাবে একসাথে ছিলাম, আমরা শেষ পর্যন্তও একসাথে ছিলাম। এখানে অনেকের অনেক ধরনের সমস্যা ছিল, কিন্তু আমাদের র‌্যাব ফোর্সেসে কখনোই কোনো সমস্যা হয় নাই।’

জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে সরকার পতনের সময় থেকে র‍্যাবের একজন সদস্যও ‘আত্মগোপনে নেই’ বলে জানান মুনীম ফেরদৌস।

তিনি আরও বলেন, ‘৫ আগস্ট পূর্ববর্তী ও পরবর্তী সময়ে র‌্যাবের কোনো সদস্যই পালিয়ে যায়নি, কর্মবিরতিতেও যায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *