সর্বশেষ
Home » অপরাধ » অন্যান্য অপরাধ » হোসেনপুরে ইসলামি ক্যালিগ্রাফিতে হামলা ও ভাংচুরের অপরাধে ছাত্রলীগ নেতাসহ ২ জন গ্রেফতার

হোসেনপুরে ইসলামি ক্যালিগ্রাফিতে হামলা ও ভাংচুরের অপরাধে ছাত্রলীগ নেতাসহ ২ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি- এনামুল হক রিটন: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাসপাতাল চৌরাস্তা মোড়ে স্থাপিত জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) স্মরণীর “কালিমা শাহাদাত ক্যালিগ্রাফিতে” হামলা ও ভাংচুরের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জের এক ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান তুষার (২৮) ও নারায়ণগঞ্জের শ্রম আদালতের অপর একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ নোমান মিয়াকে(৫৩) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও অন্যান্য সূত্রে জানাযায়, ইসলামী কিলোগ্রাফিতে হামলার ভিডিও ফুটেজ ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গত শনিবার(০৫ অক্টোবর)রাতে কিশোরগঞ্জের যশোদল এলাকার নিজ বাসা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানের (ধনু মিয়া) ছেলে রাকিব ও হোসেনপুর পৌর এলাকার আড়াইবাড়িয়ার নিজ বাসা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূনের সহোদর ভাই নোমানকে গ্রেফতার করে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আসল ঘটনা উদঘাটন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য,গত শুক্রবার বিকেলে হোসেনপুর হাসপাতাল চৌরাস্তায় স্থাপিত ইসলামী ক্যালিগ্রাফিতে হামলা ও ভাঙচুরের ঘটনার একদিন পর পুলিশ মূলহোতাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *