প্রথম রাউন্ডে দ্বিতীয় ডাকের সুযোগ পেয়ে লিটন কুমার দাসকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। এবারই প্রথম বিপিএলে অংশ নিচ্ছে শাকিব খানের দল। প্রথম রাউন্ডের শেষ ডাকে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েছে ফরচুন বরিশাল। আর দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ডাকে মাশরাফি বিন মুর্তজাকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
প্রথম ডাকে তাসকিনকে নিলো রাজশাহী
প্রথম রাউন্ডে প্রথম ডাকের সুযোগ পেয়েছিল দুর্বার রাজশাহী। তারা ‘এ’’এ’ ক্যাটাগরি থেকে তাসকিন আহমেদকে নিয়েছে তারা।
শুরু হচ্ছে বিপিএলের ড্রাফট
আগামী ২৭শে ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল। এর আগে আজ শুরু হচ্ছে খেলোয়াড় ড্রাফট।
এবার বিপিএলে খেলার জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন ৪৪০ বিদেশি ক্রিকেটার। ৬ জন এরই মধ্যে সরাসরি চুক্তিতে নাম লিখিয়ে ফেলেছেন। প্লেয়ার্স ড্রাফটে ডাকা হবে বাকি ৪৩৪টি নাম।