রাজবাড়ীতে স্ত্রী হাসি বেগমকে গোয়াল ঘরে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা মামলায় স্বামী মো. মনির হাসান কাজী কে মৃত্যদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুল লিলিফা আক্তার জাহান এ রায় দেন। রায় প্রদানের সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে হাজির ছিলেন।
দন্ডপ্রাপ্ত আসামি মনির হাসান কাজী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নলিয়াগ্রামের নজরুল ইসলাম কাজীর ছেলে।
জানা গেছে , বিয়ের পর থেকে শশুরের বাড়ি রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নের বানিয়ারা গ্রামে ঘর জামাই হিসেবে থাকতেন দন্ডপ্রাপ্ত আসামি মনির হাসান। দীর্ঘ ২০ বছর সংসার জীবনে তাদের ২ মেয়ে ও ১ ছেলে থাকলেও পারিবারিক কলহ লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরে গত ২০২৩ সালের ২৯ জুন রাত সাড়ে দশটার সময় স্ত্রীকে উঠান থেকে মুখ চেপে ধরে গোয়াল ঘরে নিয়ে গিয়ে চারের মধ্যে (পানি রাখার বড় পাত্র) চুবিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই ইয়াকুব মোল্লা বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ী এডভোকেট বিজন বোস বলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আবু বক্কার মিয়া অনুপস্থিত থাকায় আমরা তিনজন আইনজীবী মামলাটি পরিচালনা করেছি। আদালতের বিজ্ঞ বিচারক এ মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্তকে মৃত্যদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট।