সর্বশেষ
Home » বিশ্ব » ডানার বিপর্যয়ের মাঝেই ত্রাণশিবিরে ভূমিষ্ঠ হলো ১৬০০ নবজাতক

ডানার বিপর্যয়ের মাঝেই ত্রাণশিবিরে ভূমিষ্ঠ হলো ১৬০০ নবজাতক

ঘূর্ণিঝড় ডানার কারণে ত্রাণ কেন্দ্রে স্থানান্তরিত করা হয় ৪৪৩১ জন অন্তঃসত্ত্বা নারীকে। তার মধ্যে ১৬০০ জন সন্তান প্রসব করেছেন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ল্যান্ডফল হয়েছে ‘ডানা’র। পূর্বাভাস মতোই ভারতের ওড়িশা রাজ্যের ধামড়া এবং ভিতরকণিকার মাঝামাঝি এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ডানা। আছড়ে পড়ার সময়ে ১১০ কিমি বেগে ঝড় হয়েছে পশ্চিমবঙ্গ  এবং ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোতে।

‘ডানা’র ল্যান্ডফলের জেরে ওড়িশায় প্রচুর গাছ ভেঙে পড়ার খবর মিলেছে। ধামড়ার একাধিক এলাকায় গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। তবে ইতিমধ্যেই উপড়ে পড়া গাছ কাটার কাজ শুরু হয়েছে সেখানে। ভুবনেশ্বরে বসে পরিস্থিতির দিকে নজর রেখেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি পর্ব সেরে রেখেছিল ওড়িশা সরকার। উপকূলবর্তী এলাকা থেকে অন্তত ৬ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ে। এই তালিকায় ছিলেন ৪৪৩১ জন অন্তঃসত্ত্বা। যার মধ্যে ১৬০০ জন সন্তান প্রসব করেন। আজ এই তথ্য প্রকাশ্যে আনেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। 

ডানার হানায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সর্বশক্তি দিয়ে মাঠে নামে প্রশাসন। ৬০০৮টি ত্রাণশিবির খোলা হয়। সেখানে পানি, ওষুধ, খাবার-সহ প্রয়োজনীয় সব জিনিসের ব্যবস্থা করা হয়। শুধুমাত্র বালাসোর থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয় প্রায় ১ লক্ষ ৭৩ হানার মানুষকে। ময়ুরভঞ্জ জেলায় এই সংখ্যাটা ছিল প্রায় একলক্ষ। 

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য ছিল দুর্যোগপূর্ণ এলাকা থেকে সবচেয়ে বেশি মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে আসা। ঝুঁকিপূর্ণ জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে আমরা সফল হয়েছি। যার জেরে শুক্রবার পর্যন্ত ডানার দাপটে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। বরং দুর্যোগের মাঝে সুখবর দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

সূত্র :  বিজনেস স্ট্যান্ডার্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *