সর্বশেষ
Home » স্বাস্থ্য » প্রতিকার » ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে।  নভেম্বরের ৮ দিনে মারা গেছেন ৪৫ জন। ডেঙ্গুতে একদিনে ৪৬৬ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৯২২ জনে।  

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক তথ্যে এটা জানানো হয়।
এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৪৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৪২ জন ভর্তিকৃত রোগী রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১ জন, সিলেট বিভাগে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে শুক্রবার ছুটি থাকায় সব হাসপাতাল থেকে ডেঙ্গুর তথ্য দেয় না স্বাস্থ্য অধিদপ্তরকে।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৮ই নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৯ হাজার ৯২২ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৩৪২ জনের মধ্যে ৪৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ২ শতাংশ নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *