এ যেন চোর-পুলিশ খেলা। থানার ভেতর পুলিশ, বাইরে চোরের দল। থুড়ি বানর বাহিনী। চরম বিশৃঙ্খল পরিস্থিতি থাইল্যান্ডে। বিষয়টা খুলেই বলা যাক। থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় লপবুরি শহরের বুকে ঘটেছে এই অদ্ভুত ঘটনা। প্রায় ২০০ বানরের একটি দল পুলিশ স্টেশনে হামলা করে। এরপর সেখানে বেশ কয়েক ঘণ্টা আটকে রাখে পুলিশদের। লপবুরির বাসিন্দারা দীর্ঘদিন ধরে বানরের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছেন। অনেক দিন ধরেই বানরের অত্যাচার সেখানে। দ্রুত বাড়ছে বানরের সংখ্যা। ফলে খাবারের খোঁজে বানরের দল যখন-তখন লোকালয়ে হানা দিচ্ছে। কখনো কখনো আক্রমণাত্মকও হয়ে উঠছে বানরের দল। উচ্ছৃঙ্খল বানরের দলকে আটকাতে নগর কর্তৃপক্ষ বিশেষ ধরনের বেষ্টনীও নির্মাণ করেছে। তবুও তাদের বাগে আনা বেশ কঠিন বিষয়। এর সবশেষ উদাহরণ থাইল্যান্ডের লপবুরি থানা। গত শনিবার হঠাৎ প্রায় ২০০ বানর শহরজুড়ে তাণ্ডব শুরু করে। একপর্যায়ে বানরের একটি দল লপবুরি থানায় হামলা করে।
পুলিশ কর্তা সোমচাই সিডি বলছেন, “তারা যাতে খাবারের জন্য পুলিশ স্টেশনে প্রবেশ করতে না পারে সে জন্য দরজা এবং জানালা বন্ধ করে দেয়া হয়েছিল।’ তিনি উদ্বিগ্ন ছিলেন, বানরের দল যদি একবার থানায় ঢুকে পড়ে তাহলে পুলিশের গুরুত্বপূর্ণ নথি সহ থানার সম্পত্তি তছনছ করে দিতে পারে। ট্রাফিক পুলিশ এবং গার্ডের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বানর বাহিনীকে তাড়াতে ডাকা হয়েছিল। টিভি ফুটেজে দেখা গেছে, এখনো কয়েক ডজন বানর থানার ছাদে আরামে বসে আছে। রাস্তায় নেমে পুলিশ এবং স্থানীয়দের আবাসিক এলাকা থেকে তাদের তাড়াতে রীতিমতো কসরত করতে হয়েছে।
সূত্র : ডন