চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্কের কোনো সীমা নেই। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনকলে এ নিশ্চয়তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। চীনের রাষ্ট্রীয় মিডিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেন যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে পুতিন ও জিনপিংয়ের মধ্যে ওই ফোনালাপ হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যখন ইউক্রেন যুদ্ধের ইতি ঘটাতে দ্রুত একটি চুক্তির চেষ্টা করছেন, তখন তারা এই আলোচনায় অংশ নেন।
মনে করা হচ্ছে, পুতিন ও জিনপিংয়ের দিকে দৃষ্টি দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির সঙ্গে প্রতিযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু এই দুই নেতা তাদের মধ্যে সম্পর্কের দীর্ঘস্থায়িত্ব এবং তাদের জোটের দীর্ঘমেয়াদের বিষয় জোরালোভাবে তুলে ধরেছেন। তারা আভাস দিয়েছেন, এই সম্পর্ক যেকোনো তৃতীয়পক্ষের কারণে ক্ষতিগ্রস্ত হবে না। চীনের রাষ্ট্রীয় মিডিয়ায় প্রেসিডেন্ট জিনপিংয়ের বিবৃতি প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন, চীন-রাশিয়ার সম্পর্কে আছে শক্তিশালী আভ্যন্তরীণ চালিকাশক্তি এবং ব্যতিক্রমী কৌশলগত মূল। এই সম্পর্ক তৃতীয় কোনো পক্ষ প্রভাবিত করতে পারবে না। দুই দেশের মধ্যকার উন্নয়ন কৌশল এবং পররাষ্ট্রনীতি দীর্ঘ মেয়াদের। এই দুটি দেশ সুপ্রতিবেশী। তাদেরকে আলাদা করা যাবে না।
ওদিকে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে যে, প্রেসিডেন্ট জিনপিংকে পুতিন সাম্প্রতিক রাশিয়া-যুক্তরাষ্ট্র যোগাযোগের বিষয়ে অবহিত করেছেন। এক্ষেত্রে রাশিয়া এবং অন্য পক্ষগুলো, যারা উত্তেজনা প্রশমিত করতে চান, তাদের প্রচেষ্টাকে ইতিবাচক আখ্যায়িত করে সন্তোষ প্রকাশ করেছেন সি জিনপিং।