মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিক

0
13

টি-টোয়েন্টির পর ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন মুশফিকুর রহীম। বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেয়ার ঘটনা খুব বেশি নেই। মুশফিকও রঙিন পোশাককে বিদায় জানিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে। তবে সেই অপূর্ণতা আজ কিছুটা হলেও ঘুচেছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ঢাকা প্রিমিয়ার লীগে মোহামেডানের সতীর্থদের থেকে গার্ড অব অনার পেয়েছেন এই টাইগার উইকেটকিপার-ব্যাটার।
আজ রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্যাড-গ্লাভস নিয়ে মাঠে নামার সময় সতীর্থরা গার্ড অব অনার দেন মুশফিকুর রহীমকে। ম্যাচ শুরুর আগে দুই সারিতে দাঁড়ান দলের ক্রিকেটাররা। সকলের মাঝখান দিয়ে মাঠে নামেন বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল। করতালিতে এই ৩৭ বছর বয়সী ক্রিকেটারকে সম্মান জানান সতীর্থরা। ডিপিএলে জাতীয় দলের বেশ কয়েকজন সতীর্থকে দলে পাচ্ছেন মুশফিক। মোহামেডানে তার সঙ্গে খেলছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। গার্ড অব অনারের সময় ছিলেন তারাও। রঙিন এক ক্যারিয়ারের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মুশফিক। টাইগারদের হয়ে এই সংস্করণে প্রায় দুই দশকের ক্যারিয়ারে খেলেছেন সর্বোচ্চ ২৭৪টি ম্যাচ। তামিম ইকবালের (৮৩৫৭) পর ৩৬.৪২ গড়ে সর্বোচ্চ ৭৭৯৫ রানও এই ডানহাতি ব্যাটারের খাতায়। দেশের হয়ে তামিমের (১৪) পর সর্বোচ্চ ৯ সেঞ্চুরিও হাঁকিয়েছেন মুশফিকই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here