ইঞ্জিনে অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

0
12

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ধলা ও আওলিয়ানগর দুই স্টেশনের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল ইসলাম খান মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’

তবে ট্রেন চলাচল কখন স্বাভবিক হবে তা জানাতে পারেননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here