সিলেটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। মঙ্গলবার সকালে সিলেট শহরতলীর ছড়ারপাড়স্থ রাবার বাগানের টিলায় ওই ঘটনা ঘটে। পুলিশ ওই নারীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে। খাদিমনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান জানিয়েছেন, সকাল ৯ টায় কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই নারীকে রক্তাক্ত অবস্থায় বাগানে দেখতে পান শ্রমিকরা। পরে পুলিশে খবর দিলে এয়ারপোর্ট থানার একটি দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায় সোমবার বিশ্বনাথের বাসিন্দা ২৫ বছর বয়সী ওই নারী শাহপরান( র:) মাজারে ঘুরতে আসেন। মঙ্গলবার সকালে বাড়ী ফেরার জন্য ড্রাইভার আব্দুর রহিমের লেগুনায় উঠেন। পরে আব্দুর রহিম ও তার সহযোগী রাকিব মিয়া ওই নারীকে ছড়াগাংস্থ রাবার বাগানে নিয়ে যায়। সেখানে তারা ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। দিনভর তদন্ত করে পুলিশ সন্ধায় লেগুনা ড্রাইভার উত্তর মোকামের গুল এলাকার বাসিন্দা আব্দুর রহিম ও তার সহযোগী দলইপাড়া গ্রামের রাকিব মিয়াকে আটক করে। সিলেট মহানগর পুলিশের এডিসি মিডিয়া মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন গ্রেফতার হওয়া দুজন ধর্ষণের কথা স্বীকার করেছেন।