ভারতে আসছে ইলন মাস্কের স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা

0
4

খুব শিগগিরই ভারতে শুরু হতে পারে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের স্টারলিঙ্ক পরিষেবা। ভারতীয় গ্রাহকদের কাছে স্টারলিঙ্কের উচ্চ-গতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেয়ার জন্য এয়ারটেল ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে একটি চুক্তি করেছে। এই চুক্তি সম্পর্কে যে তথ্য সামনে আসছে, তাতে জানা গেছে, স্টারলিঙ্কের নানান সামগ্রী সম্ভবত এবার এয়ারটেলের স্টোরগুলিতেও পাওয়া যাবে। এছাড়াও গ্রামের স্কুলে ইন্টারনেট নিয়ে যাওয়ার পরিকল্পনায় রয়েছে স্টারলিঙ্ক। শুধু স্কুল নয়। স্বাস্থ্যকেন্দ্র, প্রান্তিক জায়গাতেও যাতে ইলন মাস্কের স্টারলিঙ্ক পৌঁছে যায়, তার পরিকল্পনা রয়েছে এয়ারটেলের।

এয়ারটেলের নেটওয়ার্ককে কীভাবে সমর্থন যোগাতে পারে স্টারলিঙ্ক, তার রাস্তাও খোঁজা হবে এই চুক্তিতে। এছাড়াও ভারতে স্টারলিঙ্ক, এয়ারটেলের পরিকাঠামো ব্যবহার করে কীভাবে এগোতে পারে,সেই পরিকল্পনাও এই চুক্তিতে থাকছে বলে খবর। ভারতী এয়ারটেলের তরফে ম্যানেজিং ডিরেক্টর গোপাল মিত্তল বলেন,’ভারতে এয়ারটেল গ্রাহকদের স্টারলিংক অফার করার জন্য স্পেসএক্সের সাথে কাজ করা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সংযোগের প্রতি আমাদের প্রতিশ্রুতি আরও স্পষ্ট করে তোলে।

অন্যদিকে, স্পেসেক্সের তরফে জিনি শটওয়েল বলেন, ‘আমরা এয়ারটেলের সাথে কাজ করতে এবং ভারতের জনগণের উপর স্টারলিঙ্কের যে রূপান্তরমূলক প্রভাব ফেলতে পারে তা উন্মোচন করতে পেরে উচ্ছ্বসিত।

টেক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি সত্যিই এয়ারটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে যাত্রা শুরু করে ইলন মাস্কের স্টারলিঙ্ক তবে তার ইন্টারনেটের স্পিড হবে ৫জির তুলনায় ৫ থেকে ১৫ গুণ বেশি। প্রসঙ্গত, স্পেসএক্স-এর মালিকানাধীন স্টারলিঙ্ক হল একটি উন্নত প্রযুক্তির স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন। এর মাধ্যমে বিশ্বব্যাপী মোবাইল, ব্রডব্যান্ড, ভিডিও কল, অনলাইন গেমিং সহ আরও অনেক কাজ আরও সহজ হয়ে উঠবে। বিশ্বের শ্রেষ্ঠ ইন্টারনেট পরিষেবাগুলির মধ্যে একটি এই স্যাটেলাইট প্রদত্ত ইন্টারনেট পরিষেবা।

সূত্র : হিন্দুস্থান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here