ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

0
12

ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সঙ্গে আসবেন স্ত্রী উষাও। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে আমেরিকার সেকেন্ড লেডি হয়েছেন তিনি। এই মুহূর্তে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র বাদানুবাদ চলছে। এই ‘বাণিজ্যযুদ্ধে’র আবহে সস্ত্রীক জেডি ভ্যান্সের ভারতে আসাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, চলতি মার্চ মাসের শেষের দিকে দিল্লিতে পা রাখার কথা রয়েছে জেডি ও উষা ভ্যান্সের। স্ত্রীকে নিয়ে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকে বসতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। মোদির সঙ্গে ট্রাম্পের ‘বন্ধুত্বে’র কথা সর্বজনবিদিত। কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ডনাল্ড ট্রাম্পের আক্রমণ থেকে রেহাই পায়নি ভারতও।

ট্রাম্প আগেই বলেছিলেন, যেসব দেশ মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করবে, সেই দেশের পণ্যের ওপরেও পালটা কর চাপাবেন তারা। এরপরই তিনি ঘোষণা করেন, আগামী ২ এপ্রিল থেকে ভারত ও চীনসহ বহু দেশের ওপরই পারস্পরিক শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, দু’দেশের এই শুল্কযুদ্ধের মাঝে জেডি ভ্যান্সের ভারতে আসা খুবই গুরুত্বপূর্ণ। এই কর চাপানো নিয়ে হয়তো তিনি কথা বলতে পারেন মোদির সঙ্গে। সমাধানের পথ মিলতে পারে এই আলোচনা থেকে। ভারত অবশ্য জানিয়েছে, দুই দেশের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সে সময় ভ্যান্সের সন্তানদের জন্য অনেক উপহার নিয়ে গিয়েছিলেন তিনি। যার মধ্যে ছিল ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। বিবেক ও ইওয়ান ব্লেইনের হাতে মোদি তুলে দিয়েছিলেন কাঠের তৈরি খেলনা ট্রেনের সেট এবং ভারতীয় লোকচিত্র সমন্বিত একটি জিগস পাজল। যা পেয়ে বেজায় খুশি হয়েছিল খুদেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here