সর্বশেষ
Home » রাজনীতি » ভোট নিয়ে ৪ই জানুয়ারি ইসি কূটনৈতিকদের ব্রিফিং করবে

ভোট নিয়ে ৪ই জানুয়ারি ইসি কূটনৈতিকদের ব্রিফিং করবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ৪ই জানুয়ারি বাংলাদেশস্থ বিভিন্ন দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদেরকে ব্রিফিং করবে নির্বাচন কমিশন। সোমবার এই সংক্রান্ত একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আগামী ৪ই জানুয়ারি বিকাল ৩ টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও এর পদ্মা হল রুমে বাংলাদেশে অবস্থিত বৈদেশিক মিশনগুলোর অফিস প্রধান, আন্তর্জাতিক মিশন/সংস্থার প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাথে মাননীয় কমিশন দ্বাদশ সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিত করবেন। সংশ্লিষ্ট কূটনৈতিকদের আমন্ত্রণ জানানোসহ উপস্থিত নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে ইসি।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ২২৭ বিদেশি পর্যবেক্ষকের আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিদেশিদের পর্যবেক্ষকদের আবেদনগুলো পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে অনুমোদন দেবে সাংবিধানিক সংস্থাটি। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা মেনে অনুমোদিত পর্যবেক্ষকরা ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন।

নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপের বিষয়ে গত ১৮ই ডিসেম্বর সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, সব দেশ আমাদের নির্বাচন সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। আমাদের ডোনার কান্ট্রিজগুলো দেখতে চাচ্ছে নির্বাচন। সেটাকে চাপ বলেন বা এটা সেন্সেটাইজেশন বলেন, ওরা যে দৌঁড়ঝাপগুলো করছে আমরা দেখেছি এবং যার ফলে সরকারও বারবার বলেছে যে, নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হবে। আমাদের তরফ থেকেও আমরা বলেছি যে, নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *