রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম পাল্টে রাখা হয়েছে ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বিভিন্ন সড়ক, ভবন ও স্থাপনার নামও পরিবর্তন করা হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান গণমাধ্যমকে বলেন, ‘নামকরণ সংক্রান্ত কমিটির প্রস্তাব অনুযায়ী বোর্ড সভায় তা গৃহীত হয়। এরপর সেটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। সেখান থেকে অনুমোদনের পর নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। তার নামেই এবার এই সড়কটির নামকরণ করল দক্ষিণ সিটি করপোরেশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here