সর্বশেষ
Home » বিশ্ব » তীব্রে শীতে গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে তীব্র শীতে ৮৯ জনের মৃত্যু

তীব্রে শীতে গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে তীব্র শীতে ৮৯ জনের মৃত্যু

তীব্রে শীতে গত এক সপ্তাহে ৮৯ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিপজ্জনক মাত্রার শীত বাড়ছে দেশটির বিভিন্ন প্রদেশে। এরমধ্যে শুধু টেনেসিতেই ২৫ জনের মৃত্যু হয়েছে। ১৬ জন মারা গেছে ওরেগনে। এছাড়া ইলিনয়, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, উইসকনসিন, নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং আরও কয়েকটি অঙ্গরাজ্যে একাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সিবিএস জানিয়েছে, কিছু মৃত্যু শীতের কারণেই কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। কিছু অঙ্গরাজ্যে বরফের মধ্যে গাড়ি চালানোর ক্ষেত্রে চালকদের রাস্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে। মিসিসিপির কর্মকর্তারা এর বাসিন্দাদের শুধুমাত্র একান্ত প্রয়োজনের ক্ষেত্রেই গাড়ি চালাতে বলেছেন।
বিপজ্জনক ঠাণ্ডা বায়ু উত্তর ফ্লোরিডা পর্যন্ত প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ঠাণ্ডা আবহাওয়ায় নিরাপদ থাকার জন্য বাড়ির বাইরে যাওয়ার আগে ভারী শীতের পোশাক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাইপোথার্মিয়ার মতো গুরুতর অবস্থার লক্ষণগুলির দিকে নজর রাখতে বলেছেন তারা।
গত সপ্তাহে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং দক্ষিণের কিছু অংশে তীব্র শীত জেঁকে বসে। এ সময় বাড়িঘর ও ব্যবসায়িক দপ্তরগুলো তীব্র ঠান্ডার কারণে উষ্ণ রাখতে গিয়ে বিদ্যুত উৎপাদনে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়েছে।
শনিবার রাতে মিসিসিপিতে শূন্য-ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পূর্বাভাস দেয়া হয়েছিল। এ ছাড়া গ্রেট লেকস এবং এর উপরিভাগে উত্তর–পূর্বাঞ্চলে রোববার তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ও ওরেগনে চলছে জরুরী অবস্থা। এরমধ্যেই বরফ ঝড়ে ৪৫ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। পেনসিলভেনিয়া, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো এবং ইন্ডিয়ানাতেও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। আগামী সপ্তাহের শুরু পর্যন্ত এই তীব্র শীত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *