খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মহালছড়ির দুরছড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রবি কুমার চাকমা (৬৫) ও শান্ত চাকমা ওরফে বিমল (৫২)। রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউপিডিএফ প্রসীত গ্রুপ। তারা এজন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করছেন। প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও নিন্দা জানান। তবে এ ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন ইউপিডিএফ গণতান্ত্রিক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. নাছির উদ্দীন বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। সুরতহালের জন্য লাশ খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হবে। আমরা এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।’