চুনারুঘাটের পর মাধবপুরেও খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর- চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক। শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টায় মাধবপুর উপজেলা সদরে সেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন মাধবপুর’ এর আয়োজনে পৌরসভার নতুন হাসপাতাল রোডের পাশের খালের আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় ব্যারিস্টার সুমন বলেন- সেন্টওয়ালা ড্রেস থেকে নেমে এসে কাজে নামেন। কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে। আমি বড় বড় পাঞ্জাবি পরে ঢাকায় ঘোরাঘুরি করতে এমপি হইনি। আমি যেটা ধরি সেটার শেষ দেখে ছাড়ি। যারা কাজ করবে তাঁরাই নেতৃত্ব দিবে। সুন্দর সুন্দর কাপড় পরে ঘোরাঘুরি করে আর নেতা হওয়ার সুযোগ নেই। নেতা হতে হলে মানুষের জন্য কাজ করতে হবে। এসময় তিনি মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও ক্লিন মাধবপুরের প্রশংসা করেন।
ক্লিন মাধবপুর-এর কাজের জন্য পাঁচ লাখ টাকা দেয়ার ঘোষণা দেন।