স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাইচমা এলাকায় জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৪ এপ্রিল ২০২৫ সকাল ১০ ঘটিকার দিকে আব্দুল কুদ্দুছের ছেলে আমিনুল ইসলাম( প্রভাষক গুরুদয়াল কলেজ )এর নেতৃত্বে শিপন, তুর্জয়, হিরন, আশরাফুল ও রাসেল গংরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রসহ মফিজ উদ্দিনের ছেলে ফখরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়।
তাকে উদ্ধার করতে আসলে তানিয়া ,এরশাদ,জহিরুল মুফাক্কারুল ,পারভিন , ইসমাইলরা আহত হন।
তাদের চিৎকারে এলাকাবাসী ৯৯৯ এ কল দিয়ে পুলিশ নিয়ে আসে । আহতদের পুলিশ উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত তিনজকে হাসপাতালে চিকিৎসার জন্য রেখে বাকিদের চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসে।
এ ঘটনাকে কেন্দ্র করে আমিনুল হক গ্যাংরা রাজনৈতিক প্রভাব ও স্থানীয় প্রভাব খাটিয়ে ফখরুলসহ আরো একজনকে জেল খাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অথচ আহত ফখরুল ও এরশাদকে মারপিটের ঘটনায় হোসেনপুর থানায় মামলা হলেও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে তাদের ওই জমির উপর প্রতিপক্ষের কোনো দাবি না থাকলেও বর্তমানে তারা জোরপূর্বক দখল করতে চাইছে। ভুক্তভোগীরা বলেন, প্রশাসনের কাছে আমরা সুবিচার চাই।
উক্ত সংবাদ সম্মেলনে ছালেহা বেগম, মো. হাফিজুর রহমান, ইসমাইল, পারভীন, তাসলিমা, জাহানারা, মুন্নি ও পারভীন আক্তার বক্তব্য রেখেছেন।
তারা বলেন, প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় আমাদের নিরাপত্তাহীনতায় দিন কাটছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় এনে আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার দাবি জানাই। এছাড়াও বিভিন্ন সময় হুমকির বিষয়টিও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তারা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।