দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে উপস্থিত ছিলেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। তারা দুজন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) খেলায় সিলেট অবস্থান করছেন। সে কারণে মঙ্গলবার তারা অধিবেশন শুরুর দিন উপস্থিত হতে পারেননি। মাশরাফি নড়াইল-২ আসন থেকে টানা দ্বিতীয়বারের এমপি। আর সাকিব মাগুরা-১ আসন থেকে প্রথমবার নির্বাচন করে জয়লাভ করেছেন।
মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। এদিন স্পিকার নির্বাচন, প্রেসিডেন্টের ভাষণ ও শোক প্রস্তাবসহ কিছু কার্যক্রমের মধ্য দিয়ে দিনের কার্যসূচি শেষ হয়।