সর্বশেষ
Home » বিশ্ব » মালদ্বীপের পাশে দাঁড়ালো পাকিস্তান!

মালদ্বীপের পাশে দাঁড়ালো পাকিস্তান!

নিজেই নগদ সংকটে জর্জরিত। এরমধ্যেই আবার মালদ্বীপকে সাহায্যের প্রতিশ্রুতি দিল পাকিস্তান। ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটির “প্রধান উন্নয়ন চাহিদা” মোকাবেলায় সহায়তার আশ্বাস দিয়েছে পাকিস্তান। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সাথে টেলিফোন কথোপকথনের সময়, পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল হক কাকার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে প্রেসিডেন্টের কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

পাকিস্তানের তরফে ঘোষণা করা হয় যে মালদ্বীপের উন্নয়নে সমর্থন ও সাহায্য করবে পাকিস্তান। দুই নেতা দুই দেশের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা বলেন। কাকার জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করার জন্য মালদ্বীপের প্রচেষ্টায় তার সমর্থন ও সহায়তার কথাও জানিয়েছেন। মালদ্বীপ পাকিস্তানের সাথে ২৬ জুলাই, ১৯৬৬ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র। চরম আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা পাকিস্তানকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে চীন। অন্যদিকে, মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুও চীন-পন্থী।
সেই সমীকরণ ধরেই এবার মালদ্বীপের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিল পাকিস্তান।
এদিকে নিজেই তীব্র আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, লাহোরে ১২টি ডিমের দাম ৪০০ পাকিস্তানি রুপি (PKR)। প্রতি কেজি পেঁয়াজের দাম ২৩০ থেকে ২৫০ পাকিস্তানি রুপি। দুধ প্রতি লিটার বিক্রি হচ্ছে ২১৩ পাকিস্তানি রুপিতে। আইএমএফ ছাড়াও নানা জায়গা থেকে অর্থনৈতিক সাহায্য পেয়েছে পাকিস্তান। কিন্তু, তাতেও সেই দেশের অবস্থা শোচনীয়। সাধারণ মানুষের নাগালের বাইরে নিত্য প্রয়োজনীয় জিনিস। এই সংকটের মধ্যে তারা কীভাবে মালদ্বীপের উন্নয়নকাজে সাহায্য করবে, সেই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে।

সূত্র : ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *