দাবানলে কমপক্ষে ৪৬ জন নিহত হওয়ার পর দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পর্যটন এলাকা ভালপারাইসো এলাকায়ই মারা গেছেন কমপক্ষে ১৯ জন। এ জন্য সেখান থেকে লোকজন বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।
দেশটির প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিক শনিবার বলেছেন, কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। সতর্ক করে তিনি বলেন, এই সংখ্যা আরও বাড়তে পারে। কমপক্ষে ৬ জন মারাত্মক দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দাবানল থেকে রক্ষা পেতে সব রকম বাহিনী মোতায়েন করা হয়েছে বলে তিনি এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন। পরিস্থিতি মূল্যায়ন করছে জরুরি সার্ভিসগুলো। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
শুক্রবার থেকে এই দাবানলে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়েছে। উপকূলীয় শহরগুলো ঘন কালো ধোয়ায় ছেয়ে গেছে।
ভিনা ডেল মার এবং ভালপারাইসোর মতো এলাকা থেকে মানুষজন পালাচ্ছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, উদ্ধারকর্মীরা আক্রান্ত এলাকায় অনুসন্ধান চালাচ্ছেন।