বিদেশি ক্রিকেটারের সঙ্গে মারামারি করলেন নুরুল হাসান সোহান। খবর ছড়িয়েছে, চট্টগ্রামে টিম হোটেলে কথা কাটাকাটির এক পর্যায়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক উইন্ডিজ ক্রিকেটারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন রংপুর রাইডার্স অধিনায়ক। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, পরিস্থিতি জটিল হওয়ার আগে ঘটনাস্থল থেকে সোহানকে সরিয়ে নেন অন্যরা।
বিপিএলের চট্টগ্রাম পর্বে খেলতে বিভাগীয় শহরটির র্যাডিসন হোটেলে উঠেছে বিপিএল খেলুড়ে পাঁচ দল। জানা গেছে, সেখানে কুমিল্লার উইন্ডিজ ক্রিকেটারের সঙ্গে সোহানের ঝগড়া শুরু হয় হোটেলের রুম নিয়ে। ভুলবশত কুমিল্লার বিদেশি ক্রিকেটারদের বরাদ্দকৃত রুমে ঢুকে পড়েন সোহান। এরপর কথায় কথায় দুই ক্রিকেটার হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
কোন বিদেশি ক্রিকেটারের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন সোহান তা জানা যায়নি। তবে কুমিল্লার সঙ্গে চট্টগ্রাম গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার জনসন চার্লস। ধারণা করা হচ্ছে, এই ক্রিকেটারের সঙ্গেই ঝামেলা হয়েছে সোহানের।