সর্বশেষ
Home » অন্যান্য » পাকিস্তানে নির্বাচনে পিপিপি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান হিন্দু নারী

পাকিস্তানে নির্বাচনে পিপিপি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান হিন্দু নারী

আসন্ন পাকিস্তানের নির্বাচনে সাধারণ আসনের জন্য প্রথমবারের মতো লড়বেন এক হিন্দু নারী। খাইবার পাখতুনখোয়ার বুনের জেলার পিকে-২৫ সাধারণ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সাভেরা প্রকাশ। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। পাকিস্তান পিপলস পার্টির হয়ে নির্বাচনে অংশ নেবেন সাভেরা প্রকাশ। ৩৫ বছর বয়সী সাভেরা পেশায় একজন চিকিৎসক। তিনি বুনে জেলায় পিপিপি নারী শাখার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেন। সাভেরা বলেন, তিনি তাঁর বাবা ওম প্রকাশের পদাঙ্ক অনুসরণ করতে চান। এলাকার দরিদ্রদের জন্য কাজ করতে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সাভেরার বাবা ওম প্রকাশও পিপিপি সক্রিয় সদস্য। ২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে স্নাতক পাশ করেন সাভেরা। ২৩ ডিসেম্বর (শুক্রবার) তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। কওমি ওয়াতান পার্টির সাথে যুক্ত স্থানীয় রাজনীতিবিদ সেলিম খান বলেছেন, প্রকাশ বুনের প্রথম নারী যিনি আসন্ন সাধারণ আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *