বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্রথম ম্যাচ মাঠে গড়ায় ১৯শে ফেব্রুয়ারি। তার ২ দিন আগে বিপিএল গভর্নিং কাউন্সিল আয়োজন করেছিল ৭ দলের অধিনায়ককে নিয়ে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। কিন্তু সেদিন মিরপুর ডিওএইচএস-এ তৈরি হয় বিব্রতকর পরিস্থিতির। সব দলের অধিনায়করা সেখানে যাননি। একই আসরে ঘটলো আরো বিব্রতকর ঘটনা। আশা ছিল ফাইনালের আগের দিন দুই দলের অধিনায়করা ট্রফি নিয়ে উপস্থিতি থাকবেন আহসান মঞ্জিলে। যে কারণে ট্রফি উন্মোচনের জন্য বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা বেছে নিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবি। কিন্তু এদিন দুই দলের প্রতিনিধি হিসেবে সেখানে আসেন মেহেদী হাসান মিরাজ ও জাকির আলী অনিক। আসেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাস ও ফরচুন বরিশালের তামিম ইকবাল। এ নিয়ে সর্বত্র ওঠে সমালোচনার ঝড়।
তবে অধিনায়ক লিটন কেন নেই এমন প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করেন কুমির্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার মতে এমন অনুষ্ঠানের কথা গতকালই তারা জানতে পেরেছেন। তিনি বলেন, ‘আপনি…কালকে (শুক্রবার) আমার ফাইনাল খেলা। এখন আমার অধিনায়ককে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাবেন আড়াই ঘণ্টা জার্নি করে, আবার সে আড়াই ঘণ্টা-তিন ঘণ্টা জার্নি করে এখানে আসবে। তার তো ট্রফি দেখার চেয়ে ট্রফিটা নেওয়ার জন্য প্রস্তুতিটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক না?’
অন্যদিকে তামিম যেতে না পারার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বিপিএল ফাইনালের আগে ট্রফি উন্মোচনের আয়োজনের জন্য আজকে চমৎকার একটি জায়গা বেছে নিয়েছিল বিসিবি। তবে আমি সেখানে যেতে পারিনি, এজন্য দুঃখপ্রকাশ করছি বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেটের সব অনুসারীর প্রতি। অধিনায়ক হিসেবে অবশ্যই আমার দায়িত্ব ছিল এরকম একটি আয়োজনে থাকা।’ তার না যেতে পারার পিছনের কারণটাও জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘গতকাল (বুধবার) রাতেই আমরা কোয়ালিফায়ার ম্যাচ খেলেছি। ম্যাচ শেষে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে হোটেলে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়। এরপর ফাইনালে ওঠার আনন্দ উদযাপনের জন্য দল থেকে বিশেষ আয়োজন ছিল। পাশাপাশি, অধিনায়ক হিসেবে আমার বাড়তি কিছু ব্যস্ততাও ছিল। সবকিছু শেষ করতেই আমার অনেকটা দেরি হয়ে যায়। সকাল সাড়ে ৮টায় হোটেল থেকে বের হওয়া তাই সম্ভব ছিল না আমার পক্ষে। জায়গাটি যেহেতু একটি ঐতিহাসিক স্থাপনা, ট্রফি উন্মোচনের আয়োজনটি নির্দিষ্ট ওই সময়েই করার কিছু বাধ্যবাধকতাও ছিল।’