জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ই আগস্টের পরই আমরা বলেছি, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। কিন্তু তার থেকে বড় বিষয়- এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এই মতাদর্শকে আমাদের পরাস্ত করতে হবে। শুধু সাময়িকভাবে নিষিদ্ধ করে নয়, আওয়ামী লীগকে আইনিভাবে, রাজনৈতিকভাবে ও বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবিলা করতে হবে। গত বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর ১নং রেলগেটের শহীদ স্মৃতি চত্বরের সামনে দেশ গড়তে জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।  

এসময় তিনি আরো বলেন, আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি-মুজিববাদ। এই মুজিববাদের আদর্শই হচ্ছে আওয়ামী লীগের গোড়া। বাংলাদেশকে বিভাজিত করেছে তারা। বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, গুম, খুনসহ সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদের আদর্শের মাধ্যমে। আমরা এটাও বলেছি, মুজিব বা তার মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না। ফলে আমাদের মুজিববাদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকেও রক্ষা করতে হবে। বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল, বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। জানি, সেই লড়াইয়ে রাজবাড়িবাসীকে আমরা পাশে পাবো।

তিনি বলেন, এনসিপি গণঅভ্যুত্থানের পর যে ইনসাফের ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল সেই বাংলাদেশ বিনির্মাণে আমাদের অনেক দিন লড়াই করতে হবে। লড়াই কেবল একদিকে নয়। আমরা সেটার জন্য প্রস্তুত আছি। আমরা জানি, আমাদের জীবনের নিরাপত্তা আপনারা ছাড়া কেউ দেবে না। আপনারাই আমাদের বৈধতা, আপনারাই আমাদের নিরাপত্তা। আমরা জীবনের ভয় করি না, সেটা গত বছর জুলাই মাস থেকে। রাজপথে নেমেছি এই প্রতিশ্রুতি নিয়ে, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য, সেই প্রতিষ্ঠার ও নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না এটা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here